রাজধানীর আদাবর থানা এলাকা থেকে বালিশের ভিতরে লুকিয়ে আনা ৬০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ ১ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-২।
বুধবার র্যাব-২ এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে এক জনকে আটক করে বলে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন আন্তঃজেলা মাদক কারবারী চক্রের সদস্য মো: সোহেল (২৭)।
আরও পড়ুন: রাজধানীতে হেরোইনসহ ‘মাদক ব্যবসায়ী’ আটক
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-২ এর আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, রাজধানীর আদাবর থানা এলাকায় কতিপয় মাদক কারবারী চক্রের সদস্য মাদকের একটি বড় চালান হস্তান্তরের উদ্দেশে অবস্থান করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার ভোর ৫টায় আদাবর থানাধীন বাইতুল আমান হাউজিং সোসাইটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সন্দেহভাজন আন্তঃজেলা মাদক কারবারী চক্রের সদস্য মো: সোহেলকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: রাজধানীতে ৬৫ লাখ টাকার হেরোইনসহ আটক ২
এসময় তার সাথে থাকা বিছানাপত্র তল্লাশি করে বালিশের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে আনা ৬০ লাখ টাকা মূল্যের ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাধারণ মানুষ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিছানাপত্র নিয়ে গ্রামের বাড়িতে চলে যাচ্ছে। আর মাদক ব্যাবসায়ীরা আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে এমন ছদ্মবেশের আড়ালে মাদক পরিবহন করছে।
আরও পড়ুন: রাজশাহীতে হেরোইনসহ আটক ১
জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সোহেল দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা হতে মাদক বহন নিয়ে আসে এবং তা রাজধানীর বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেয়।